মূল পাতা মুসলিম বিশ্ব অস্ত্র সমর্পণের শর্তে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব ইসরাইলের; যা বলছে হামাস
শেখ আশরাফুল ইসলাম 15 April, 2025 11:42 AM
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তবে এক্ষেত্রে অবশ্যই হামাসকে অস্ত্র অস্ত্র সমর্পণ করতে হবে। ইসরাইলের দেওয়া এমন অদ্ভুত শর্ত প্রত্যাখ্যান করেছে হামাস।
সোমবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস তার অবস্থানে অনড় রয়েছে। তারা জানায়, যেকোনো চুক্তি হতে হবে গাজ্জায় ইসরাইলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।
ওই কর্মকর্তা আরও বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধিদল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত। মিশর সোজাসাপ্টা জানিয়েছে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।
দখলদার ইসরাইল বলছে, যুদ্ধ শেষ করতে হলে অস্ত্র সমর্পন করে হামাসকে অবশ্যই পরাজয় বরণ করতে হবে।
উল্লেখ্য; দীর্ঘ ১৫ মাস হামলা চালানোর পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজ্জায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইসরাইল। তবে মার্চের মাঝামাঝির দিকে এসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের গাজ্জায় বিমান হামলা শুরু করে দখলদার বাহিনী।
গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজ্জায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি শহীদএবং আরও ৪ হাজার ১১৫ জন আহত হয়েছেন।